আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমারোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার ইউনাটেড। ২০২১ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকছেন তিনি। রোমেরোর সঙ্গে নতুন চুক্তি হওয়ায় খুশি ম্যানইউ বস হোসে মরিনহো।
Advertisement
২০১৫ সালে ইতালিয়ান ক্লাব সাম্পডোরিয়া থেকে ম্যানইউতে যোগ দেন রোমেরো। গত মৌসুমে ডেভিড ডি গিয়ার আড়ালেই ছিলেন! তবে ইউরোপা লিগে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছেন হোসে মরিনহোর। যার ফলই এই নতুন চুক্তি!
দুই মৌসুমে ম্যানইউর হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন রোমেরো। এর মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ সংখ্যা মাত্র ৬টি। ম্যানইউর প্রথম পছন্দের গোলরক্ষক ডি গিয়া সম্ভবত রিয়াল মাদ্রিদে চলে যেতে পারেন। তাই রোমেরোকে লম্বা সময়ের জন্য রেখে দিয়েছে ম্যানইউ।
রোমেরোর সঙ্গে চুক্তি নবায়নে খুশি মরিনহো, ‘এই চুক্তি আমি আনন্দিত। তাকে (রোমেরো) বিশ্বের সব ক্লাবই চাইবে। আমাদের দলে বিশ্বের সেরা গোলরক্ষকরা আছে। আমরা একে অপরের কাছ থেকে শিখি।’
Advertisement
এনইউ/জেআইএম