জাতীয়

আদিবাসী তরুণী ধর্ষণের ঘটনায় ডিএমপি’র তদন্ত কমিটি

রাজধানীতে আদিবাসী তরুণী ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার সন্ধ্যার পর ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।ডিএমপির গোয়েন্দা শাখার উপ-কমিশনার শেখ নাজমুল আলমকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠিত হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন, গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. মাহবুব হাসান ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ওবায়েদুল হক।ডিএমপির গণমাধ্যম শাখার সহকারী কমিশনার রবিউল আরাফাত জাগো নিউজকে বলেন, ওই ঘটনায় ভাটারা থানায় দায়েরকৃত মামলার নিবিড় তদারকির জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় এক গারো তরুণীকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে গণধর্ষণ করে পাঁচ যুবক।এরপর তাকে উত্তরা জসিমউদ্দিন রোডে ফেলে আসে। ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি দোকানে বিক্রয় কর্মীর কাজ করতেন। ঘটনার পরদিন শুক্রবার ওই তরুণী বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি বলে ভাটারা থানা পুলিশ সূত্রে জানা গেছে।জেইউ/এসএইচএস

Advertisement