বিনোদন

আজ জন্মদিন প্রিন্স মাহমুদের

এদেশীয় বাংলা গানের আঙিনায় জীবন্ত কিংবদন্তি গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। পাশাপাশি সংগীত শিল্পী পরিচালনাও করেছেন তিনি। তার অসংখ্য গীতিকবিতা ও সুরের মূর্ছনায় সৃষ্ট গান জয় করে নিয়েছে শ্রোতা, সময় ও জনপ্রিয়তার মুকুট। বহু গান লোকের মুখে ফিরে ফিরে বাজে তার চমৎকার লেখনীতে।

Advertisement

মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের গাওয়া দুই বাংলার বহুল জনপ্রিয় গান ‘আজ জন্মদিন তোমার’ গানের সুরকার ও গীতিকারও প্রিন্স মাহমুদ। তার লেখা কথামালা দিয়েই আজ তাকে দিন শুরু করতে হয়েছে, শেষও হবে। কেননা, আজ জন্মদিন প্রিন্স মাহমুদের।

তার জন্মদিনে শুভেচ্ছা জান্নাচ্ছে দেশের মিউজিক ইন্ডাস্ট্রি। শিল্পী, গীতিকবি, সুরকার, সংগীত পরিচালক, শ্রোতা-ভক্তদের ভালোবাসায় আপ্লুত তিনি।

১৯৯৫ সালে ‘শক্তি’ অ্যালবামের মধ্য দিয়ে মিশ্র শিল্পীর গানের অ্যালবাম প্রকাশ শুরু করেন তিনি। গীতিকার হিসেবে ৯০ দশক থেকে বাংলাদেশে ব্যান্ড শিল্পীদের একক এবং যৌথ অ্যালবামের গান লেখা, সুর করা এবং কম্পোজিশনের কাজ করেছেন তিনি।

Advertisement

একক, দ্বৈত ও মিক্সড মিলিয়ে প্রিন্স মাহমুদের প্রায় ৪৩টি অ্যালবাম প্রকাশ হয়েছে। তপু-ন্যান্সির ‘ভুবন ডাঙার হাসি’, ‘নিমন্ত্রণ’, তাহসানের ‘আঙুল’, ‘তুই চাইলে হবো নদী’, অরণ্য’র ‘ভুলে পড়েছ মন বিভ্রমে পড়েছ তুমি’, ‘ও বালক বালক বালিকা তোমরা দেখেছ হ্যারি পটার’, লিমন-পলাশ-অরণ্য’র ২১/৫২ এর মতো অসংখ্য গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ।

এছাড়াও জেমসের গাওয়া ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, রুমির ‘মাটি হবো মাটি’, ‘মনরে মনরে তুই বড় বোকা’, মাহাদীর ‘তুমি বরুণা হলে’, লিমনের ‘জেলখানার চিঠি’ তৈরি গানের জন্য আজ তিনি বাংলাদেশের সংগীত জগতে নন্দিত।

১৯৯৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই ২০ বছরে মুক্তি পাওয়া প্রিন্স মাহমুদের প্রতিটি অ্যালবামের কোনো না কোনো গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, তার অ্যালবামের একাধিক গানই আলোচিত হয়েছে। নব্বই দশকের একচ্ছত্র জনপ্রিয় গীতিকবি, সুরকার ও মিউজিশিয়ান প্রিন্স মাহমুদ এ প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়।

জন্মদিন কেমন যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে প্রিন্স মাহমুদ বলেন, ‘খুব ভালো। পরিবারের সঙ্গে সময় কেটে যাচ্ছে। অনেক প্রিয় মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। কাল রাতে চিরকুট ব্যান্ডের সদস্যদের নিয়ে স্টুডিওতে হৈ চৈ করলাম। ভক্তরাও যোগাযোগ করছেন। খুব ভালো লাগছে। ভালোবাসাই তো সবচেয়ে বড় প্রাপ্তি।’

Advertisement

জাগো নিউজের পক্ষ থেকে কোটি মানুষের প্রিয় গানের পুরুষ প্রিন্স মাহমুদের জন্মদিনে শুভেচ্ছা। এলএ