আন্তর্জাতিক

পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাসহ নিহত ২

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ ও রাজৌরি সীমান্তে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় এক সেনাসহ অন্তত দুই জনের প্রাণহানি ঘটেছে। সোমবার পৃথক এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে দুই বেসামরিক নাগরিক।

Advertisement

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে সাত বছর বয়সী এক মেয়ে শিশু ও ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছে। 

পুলিশ বলছে, জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার মানজাকোটে গোলাগুলির সময় দুই বেসামরিক নাগরিক আহত হয়েছে। 

পুঞ্চের বালাকোট ও রাজৌরির মানজাকোটে এমন এক সময় পাক সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটল; যখন একই দিনে দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেলরা টেলিফোনে কথা বলেছেন। 

Advertisement

ভারতীয় সেনাবাহিনী বলছে, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা টেলিফোনে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। 

এসআইএস/পিআর