উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই আলোচনাকে বিরল আলোচনা বলে উল্লেখ করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে পিয়ংইয়ংয়ের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে কোরীয় দ্বীপে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার মধ্যেই উত্তর কোরিয়াকে এমন প্রস্তাব দিল দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির।
Advertisement
এই আলোচনায় উত্তর কোরিয়া যদি রাজি হয় তবে ২০১৫ সালের পর এটাই হবে প্রথম দু’দেশের মধ্যে উচ্চস্তরের সামরিক আলোচনা।
এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যে সব কার্যক্রম দু’দেশের সীমান্তে উত্তেজনা তৈরি করছে সেগুলো বন্ধ করাই এই আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা-ইন এর আগেও বলেছেন, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান। তবে দক্ষিণ কোরিয়ার এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া।
Advertisement
সম্প্রতি বার্লিনে এক বক্তৃতায় মুন বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা অন্য সময়ের চেয়ে অনেক বেশি জরুরি। তিনি একটি শান্তিচুক্তি স্বাক্ষরেরও আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, যারা চান যে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ হোক তাদের জন্য এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।
টিটিএন/পিআর