দেশজুড়ে

লক্ষীপুরে ১৩০ সমিতির নিবন্ধন বাতিল

লক্ষীপুর সদর উপজেলার ১৩০টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করেছে জেলা সমবায় অফিস। রোববার দুপুরে জেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।এদের মধ্যে সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ফুল বিজনেস কো অপারেটিভ সোসাইটি, চৌপল­ী আদর্শ গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, চর উভূতি সমবায় ঋণদান কর্মসূচি, লক্ষীপুর পৌর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি, গণিপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, আটিয়াতলী সমবায় সমিতি, সমসেরাবাদ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, রাধাপুর অগ্রগতি সঞ্চয় ও ঋণদান কর্মসূচি, লামচরি সমবায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিসহ মোট ১৩০টি রয়েছে বলে জানা গেছে।জানা গেছে, নিবন্ধন নিয়ে এক বছরের অধিক সময় সমিতির স্বাভাবিক কার্যক্রম না থাকা এবং সমিতির পরিশোধিত শেয়ার মূলধন বা সঞ্চয় আমানত নির্ধারিত পরিমাণের কম হওয়ায় এসব সমিতির নিবন্ধন বাতিল করা হয়।সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. দোলোয়ার হোসেন জানান, সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে সমিতি ও মাল্টিপারপাসগুলোর এক বছরের অধিক সময় ধরে কার্যক্রম না থাকায় ১৩০টি  প্রতিষ্ঠানকে দুই বার শোকজ করার পরও জবাব না দেয়ায় ওই সব প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হয়।বাতিল করার পরও কেউ যদি কার্যক্রম শুরু করে তাহলে তাদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Advertisement