জাতীয়

হজ ফ্লাইটে সাড়ে সাতশ কোটি টাকা আয়ের প্রত্যাশা বিমানের

চলতি বছরের হজ কার্যক্রমের আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বহন করবে। এ থেকে প্রায় সাড়ে সাতশ কোটি টাকা আয়ের  প্রত্যাশা করছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। জানা গেছে, এ বছর হজযাত্রীদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৭৫ মার্কিন ডলার। আর ডলারের মূল্য ধরা হয়েছে ৮০ টাকা ২০ পয়সা। এই হিসেবে এবার ৭৫২ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা আয়ের প্রত্যাশা করছে বিমান।

Advertisement

বাংলাদেশ বিমান হজযাত্রীদের বিশেষ ব্যবস্থায় আগামী ২৪ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজযাত্রী পরিবহন করে এই আয় করবে। বিমান বাংলাদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

২৪ জুলাই সোমবার প্রথম হজ ফ্লাইট শুরু করবে বিমান। ঢাকা-জেদ্দা সরাসরি ১৭৭টি হজ ফ্লাইটে জেদ্দা যাবেন হজযাত্রীরা। ৩৩৮টি ফিরতি হজ ফ্লাইটে ফিরবেন হাজিরা।

বিমান বাংলাদেশ সূত্র আরও জানায়, কোনোরকম ভোগান্তি ছাড়াই হজযাত্রীদের পৌঁছে দিতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সরকারি এ বিমান পরিবহন সংস্থা। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন।

Advertisement

বিমানের জনসংযোগ বিভাগের মহা-ব্যবস্থাপক শাকিল মেরাজ জাগো নিউজকে বলেন, সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা এবং আতিথেয়তাকে বিমান সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না। আগের যে কোনো বছরের তুলনায় এবার হজযাত্রী বেশি হওয়ায় আর্থিক লেনদেনও বেশি হবে। এবার প্রায় সাড়ে সাতশ কোটি টাকা আয়ের  প্রত্যাশা করা হচ্ছে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ফ্লাইট শিডিউল এরই মধ্যে ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি (বিজি-১০১১) আগামী ২৪ জুলাই সকাল ৭টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে। ওইদিন সকাল ১১টা ৩০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করবে আরেকটি উড়োজাহাজ।

২৬ আগস্ট সকাল সোয়া ৯টায় ভিআইপি হজযাত্রী নিয়ে সর্বশেষ ফ্লাইটটি (বিজি-৯০৯৫) সৌদি আরব পৌঁছাবে স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে।

সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের নিয়ে ৬ সেপ্টেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফিরতি হজ ফ্লাইটটি ছেড়ে আসবে। শেষ ফ্লাইটটি যাত্রী নিয়ে ৫ অক্টোবর ঢাকায় পৌঁছবে।

Advertisement

 

আরএম/এআরএস/এসআর/জেআইএম