দেশজুড়ে

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

রাজশাহী বিভাগে চলা পরিবহন ধর্মঘট সোমবার বিকেল পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন শ্রমিকদের দাবির বিষয়ে বৈঠক আহ্বান করার কারণে ধর্মঘট স্থগিত করা হয়। সেখানে শ্রমিক ইউনিয়নের দাবি না মানা হলে পুণরায় তারা কর্মসূচি ঘোষণা করবেন বলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন থেকে জানানো হয়েছে।মহাসড়কে চলাচলরত পরিবহন ও মোটর শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সোমবার থেকে রাজশাহী বিভাগে পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেয়। গত শনিবার বিকেলে ধর্মঘটের ঘোষণা দিয়ে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং রোববার দিনভর শহরে মাইকযোগে প্রচার চালানো হয়। পরে সন্ধ্যায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ধর্মঘটের বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে সোমবার বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংকট সমাধানে বৈঠকের বিষয়টি জানতে পারেন শ্রমিক নেতারা। এ কারণে আহুত ধর্মঘট সোমবার বিকেল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রামাণিক জানান, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে কর্মবিরতি ঘোষণা করা হয়েছিলো। কিন্তু মন্ত্রণালয়ে সোমবার বিকেলে বৈঠক আহ্বান করার কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে। বৈঠকে ফেডারেশনের দাবি না মানা হলে সেখানেই তাৎক্ষণিক নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আর দাবি মেনে নেওয়া হলে আগের মতোই শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যাবেন।লিমন বাসার/এমএএস/আরআই

Advertisement