ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি ব্যাংক) পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
Advertisement
এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা খান।
এনসিসি ব্যাংকের পরিচালক হারুন অর রশিদকে ব্যাংকটির পর্ষদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত নির্বাচন স্থগিতের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন। তবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
Advertisement
আগামীকাল সোমবার ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি ব্যাংক) পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা ছিল।
এফএইচ/জেএইচ/জেআইএম