ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গ থেকে রোববার আরও ১২টি বেওয়ারিশ লাশ দাফনের জন্য নিয়ে গেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। জুরাইন কবরস্থানে দাফন করা হবে এ সব লাশ।
Advertisement
এর আগে গত ১২ জুলাই ঢামেক মর্গ থেকে ১০টি লাশ দাফনের জন্য নিয়ে যান আঞ্জুমানের কর্মীরা। তবে সেদিন আরও ১২টি লাশ নেয়ার কথা থাকলেও বৃষ্টিতে কবরস্থানে পানি জমে থাকায় সেগুলো নেয়া সম্ভব হয়নি।
এ নিয়ে গত পাঁচ দিনে মোট ২২টি লাশ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢামেক মর্গের মরচ্যুয়েরি সহযোগী সিকান্দার আলী।
আজ দুপুরে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান, দুইদিনে মোট ২২টি লাশ আঞ্জুমানের কাছে হস্তান্তর করার পরও এখন ঢামেক মর্গে ১৬ জন প্রাপ্তবয়স্ক ও ২৫টি নবজাতকসহ মোট ৪১টি বেওয়ারিশ লাশ রয়ে গেছে।
Advertisement
তিনি বলেন, মরচ্যুয়ারি কুলারের অপ্রতুলতা (৫টির মধ্যে ৩টি বিকল) ও মেশিন বিকল থাকায় লাশগুলো সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। ফলে তাতে পচন ধরে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, তবে আশার কথা হলো গত দুইদিন বৃষ্টি না হওয়ায় কবরস্থানে পানি ওঠা বন্ধ হয়েছে। এ রকম আবহাওয়া থাকলে আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মীরা যত দ্রুত সম্ভব লাশগুলো দাফনের জন্য নিয়ে যাবেন।
এমইউ/এমএমজেড/এনএফ/আরআইপি
Advertisement