খেলাধুলা

শাস্ত্রির পকেটে উঠবে সাড়ে ৭ কোটি রুপি

অনেক নাটকের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান রবি শাস্ত্রি। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল নিয়ে কেমন করবেন তিনি? তার উত্তর- সময় সাপেক্ষ। অনেকে মনে করছেন, শাস্ত্রি-কোহলি জুটি বেশ জমে উঠবে। কারণ দুজনের সম্পর্কটা দারুণ।

Advertisement

আচ্ছা, ভারতের কোচদের বেতন কেমন? রবি শাস্ত্রিকেই বা কত দেয়া হবে? এমন প্রশ্নই ক্রিকেটপ্রেমীদের। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই নিশ্চয়ই বড় অঙ্কই খরচ করবে। কোচদের জন্য পারিশ্রমিকও একটা বড় ব্যাপার। 

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বছরে রিরাট কোহলিদের শিক্ষক শাস্ত্রির পকেটে উঠবে প্রায় সাড়ে সাত কোটি রুপি। অনিল কুম্বলেকে বছরে ৭ কোটি দিত বোর্ড।

ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বা বোলিং কোচ ভরত অরুণকে কত দেওয়া হবে? সে বিষয়ে স্পর্শ জানাননি বোর্ড কর্তারা। সূত্র জানিয়েছে, ব্যাটিং, বোলিং কোচকে ২ কোটি রুপি বছরে দেওয়া হবে। বিদেশ সফরে ব্যাটিং পরামর্শ দাতা ও ভারত ‘এ’ দলের কোচ রাহুল দ্রাবিড় পাচ্ছেন ৫ কোটি টাকা। সেই সঙ্গে পাচ্ছেন বোনাসও।

Advertisement

এনইউ/পিআর