ধর্ম

হজে যাওয়ার আগেই যে বিষয়ে খোঁজ নেয়া জরুরি

আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে হজ ফ্লাইট। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

Advertisement

সরকারি ব্যবস্থাপনার আওতায় থাকা হাজিদের ভিসা আবেদন বাংলাদেশস্থ সৌদি আরব দূতাবাসে ইতোমধ্যে জমা হয়ে গেছে। পর্যায়ক্রমে হজে গমনেচ্ছু সব যাত্রীর ভিসা ইস্যু করবে সৌদি দূতাবাস।

এ বছরের হজ কার্যক্রমকে নিরাপদ, নির্বিঘ্ন ও সুন্দর করতে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হজ বিভাগ ইতোমধ্যে হজ অফিসার নিয়োগ, প্রশাসনিক ও মেডিকেল টিম গঠন সম্পন্ন করেছে।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাসা বা বাড়ি থেকে রওয়ানা হওয়ার পূর্বে পাসপোর্ট, ভিসা, টিকিট ও আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ও অফিসিয়াল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া। হজের সফরের যে বিষয়গুলো নিশ্চিত হওয়া সবার জন্য জরুরি; তা হলো-

Advertisement

>> হাজিদের ব্যক্তিগত পরিচিতি (পিআইডি) নম্বর জেনে নিন।

>> পাসপোর্টে ভিসা লেগেছে কিনা তা স্ব স্ব এজেন্সিতে খোঁজ নিয়ে নিশ্চিত হোন।

>> সরকার নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল থেকে টিকা গ্রহণপূর্বক মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করুন।

>> ডায়াবেটিস, হার্টসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগাক্রান্তরা প্রেসক্রিপশনসহ ন্যূনতম ৫০ দিনের ওষুধ হজের সফরের জন্য সঙ্গে রাখুন।

Advertisement

>> হজে রওয়ানা হওয়ার আগেই আপনার ফ্লাইট শিডিউল জেনে নিন।

>> সৌদি আরবে অবস্থানকালীন সময়ে যে হোটেল/বাড়িতে থাকবেন তার ঠিকানা স্বস্ব এজেন্সি থেকে জেনে নিন। মুয়াল্লিমদের সৌদির মোবাইল নাম্বারও জেনে নিন।

>> হাজিদের জন্য নির্ধারিত আইডি কার্ড এবং বাংলাদেশের পতাকা চিহ্নিত কবজি বেল্ট সংগ্রহ করুন।

>> হজে রওয়ানা হওয়ার আগেই হজের ভিসা লাগানো পাসপোর্ট, হজের অনুমতিপত্র ও বিমানের টিকিট সংগ্রহ করুন।

>> হজের টাকা জমা দেয়ার ডুপ্লিকেট রশিদ ও মেডিকেল সার্টিফিকেটসহ জরুরি কাগজপত্র সংগ্রহে রাখুন।

>> হজে রওয়ানা হওয়ার আগেই প্রয়োজনীয় ডলার অথবা সৌদি রিয়াল সংগ্রহ করুন।

>> হজে রওয়ানা হওয়ার আগে হজের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণ গ্রহণ করুন।

হজ পালনেচ্ছুদের উল্লেখিত বিষয়গুলোতে যথাযথ গুরুত্ব দেয়া উচিত। যা সঠিকভাবে সম্পন্ন না হলে হজ পালন হয়ে উঠবে ঝুঁকিপূর্ণ।

আল্লাহ তাআলা সবাইকে সঠিক ও সুন্দর হজ সম্পাদনে হজে রওয়ানা হওয়ার আগেই হজের ভিসাযুক্ত পাসপোর্ট, টিকিটি, অনুমতিপত্র, মেডিকেল সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট অফিসিয়াল যাবতীয় কার্যক্রম যথাযথ সম্পাদন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর