বিরল তুষারপাতে চিলির রাস্তা-ঘাট বরফে ঢাকা পড়েছে। দেশের রাজধানী সানতিয়াগোতে খারাপ পরিস্থিতিতে দিন কাটাচ্ছে মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারে দিন কাটাতে হচ্ছে তাদের।
Advertisement
কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় আড়াই লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, বরফ পরিস্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুতের তার পড়ে আরো দু’জন আহত হয়েছে।
২০০৭ সালের পর এই প্রথম সানতিয়াগোতে এমন বিরল তুষারপাতের ঘটনা ঘটল। তুষারপাতের কারণে বেশ কিছু রাস্তা-ঘাট বন্ধ হয়ে গেছে।
টিটিএন/এমএস
Advertisement