মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার বাবা মীর আবদুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। রোববার ফেসবুক স্ট্যাটাসে পিতৃবিয়োগের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
Advertisement
শবনম ফারিয়ার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন সরকারি চিকিৎসক (অব.) ছিলেন। বাবার মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন শবনম ফারিয়া।
জাগো নিউজকে তিনি বলেন, হার্ট অ্যাটাক করলে বাবাকে হাসপাতালে নিয়ে যাই। গত ৭ দিন বাবা স্কয়ার হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিল। গতকাল (শনিবার) রাত থেকে তার অবস্থার অবনতি হয়। লাঞ্চে অতিরিক্ত পানি জমে গিয়েছিল। আজ (রোববার) ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজধানীরর শান্তিনগরে প্রথম নামাজে জানাজা শেষে ফারিয়ার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায় মীর আবদুল্লাহর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাকে দাফন করা হবে।
Advertisement
এনই/আরএস/এমএস