সেনেগালে একটি ফুটবল স্টেডিয়ামের দেয়াল ধসে পড়ার ঘটনায় আটজন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরো কমপক্ষে ৪৯ জন আহত হয়েছে। খবর বিবিসির।
Advertisement
রাজধানী ডাকার ডেমবা দিওপ স্টেডিয়ামে ওই দুর্ঘটনা ঘটেছে। স্টেড ডি এমবর এবং ইউনিয়ন স্পোর্টিভ ওয়ুয়াকাম দলের মধ্যে লিগ কাপের ফাইনাল খেলা শেষ হওয়ার পরপরই ওই দুর্ঘটনা ঘটেছে।
খেলা শেষে দু’দলের ভক্তদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। এতে করে উপস্থিত লোকজনের হুড়োহুড়িতে দেয়াল ধসে পড়েছে।
Advertisement
কিছু ভক্ত আবার প্রজেক্টাইল ছুড়ে মেরেছে। আবার অনেকেই একজন আরেকজনকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর কর্মীরা উপস্থিত হয়েছে।
৯০ মিনিটে দু’দলই একটি করে গোল করে। পরে অতিরিক্ত সময়ে স্টেড ডি এমবর আরো একটি গোল করার পর পরই বিপক্ষ দলের ভক্তরা হট্টগোল শুরু করে।
টিটিএন/এমএস
Advertisement