খেলাধুলা

চোট পেয়ে ফিরছেন জুয়েল যাচ্ছেন ইব্রাহিম

যে কেউ চোট পেতে পারেন-এমন আশঙ্কা থেকেই ফিলিস্তিনগামী অনূর্ধ্ব-২৩ দল ঘোষণার সময় অপেক্ষমান খেলোয়াড়ও রেখেছিলেন প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ড। কোচের সেই আশঙ্কাই সত্য হয়েছে।

Advertisement

দোহায় কাতার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় চোট পেয়েছেন ফরোয়ার্ড জুয়েল রানা। চোট এতটাই বেশি যে, তাকে ফিলিস্তিন নেয়াই সম্ভব হচ্ছে না। দোহা থেকেই তাকে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আর অপেক্ষমান তালিকা থেকে দলের সঙ্গে যোগ দেবেন মো. ইব্রাহিম।

ফুটবল দল সোমবার জর্ডান হয়ে ফিলিস্তিন যাবে। ইব্রাহিমের জর্ডানেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা। রোববার সকালেই তার জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশ বৃহস্পতিবার কাতার যুব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছে ৩-০ গোলে। তার আগে ১১ জুলাই কাঠমান্ডুতে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের কাছে হেরেছে ১-০ গোলে। কাতারের কাছে হারের পর সেখানেই বাংলাদেশ তিনদিন অনুশীলন করে।

Advertisement

শনিবার দোহার আল তুমামা স্টেডিয়ামে শিষ্যদের অনুশীলন করিয়েছে বাংলাদেশ ফুটবলের প্রধান কোচ অস্ট্রিলিয়ান অ্যান্ডু ওর্ড।

এএইচ