রাজনীতি

খালেদা কবে ফিরবেন নিজেও জানেন না

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে কবে দেশে ফিরবেন তা তিনি নিজেও জানেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।শনিবার সন্ধ্যায় খালেদা জিয়াকে বিদায় জানাতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এ কথা জানান তিনি। মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। খালেদা জিয়ার বড় ছেলেও। দীর্ঘদিন পর ছেলের সঙ্গে মায়ের সাক্ষাৎ হলে বৈঠক হওয়াটা স্বাভাবিক। এটা নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই।বিএনপি চেয়ারপারসন চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন। চিকিৎসকের পরামর্শে তিনি সেখানে তার চোখের ও পায়ের চিকিৎসা করাবেন। চিকিৎসা নিতে কতদিন লাগতে পারে এটা চিকিৎসক ভালো বলতে পারেন। তিনি কবে দেশে ফিরবেন নিজেও জানেন না।বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশে ফিরেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরবেন বেগম জিয়া। এরপর সরকারের প্রতিক্রিয়া দেখে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি। এই রূপরেখা জনপ্রিয় করার জন্য, জনগণের কাছ থেকে সমর্থন আদায়ের জন্য আমাদের নেত্রী আসলে জনসংযোগমূলক কর্মসূচি দেবেন- বলেন খন্দকার মোশাররফ।শনিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৭ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া।এমএম/ওআর/আরআইপি

Advertisement