জাতীয়

নির্বাচনী কর্মপরিকল্পনা পেশ রোববার

আগামীকাল রোববার নির্বাচনী কর্মপরিকল্পনা পেশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কখন কী কাজ করা হবে সে বিষয়ে বিস্তারিত থাকবে কর্মপরিকল্পনায়।

Advertisement

রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্মেলন কক্ষে এই কর্মপরিকল্পনা প্রকাশ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসি একটি কর্মপরিকল্পনা হাতে নিয়ে ৭টি করণীয় বিষয় শনাক্ত করেছে। এগুলো হলো- আইনি কাঠামোসমূহ পর্যালোচনা ও সংস্কার,  কর্মপরিকল্পনার ওপর পরামর্শ গ্রহণ, সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ এবং বিতরণ, ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা এবং নির্বাচনে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ।

এইচএস/ওআর/আরআইপি

Advertisement