‘প্রতিদিন বইমেলা, প্রতিজনে একটি বই’- স্লোগানকে প্রতিপাদ্য করে দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা দিশার অঙ্গসংগঠন ‘আলোঘর প্রকাশনা’র উদ্যোগে ভ্রাম্যমাণ এ বইমেলার আয়োজন করা হয়।
Advertisement
আলোঘর প্রকাশনা’র কার্যক্রমের অংশ হিসেবে ১০ জুলাই রাজধানীর ধানমন্ডির ইউআইইউ-তে ভ্রাম্যমাণ মেলায় শিক্ষার্থীদের হাতে সৃজনশীল বই তুলে দেওয়া হয়।
সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান ইউআইইউ’র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টারের পরিচালক মুনজুরুল হক খান। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান বক্তা ও লেখক আসিফ।
এছাড়া উপস্থিত ছিলেন আলোঘর কার্যক্রমের ঊর্ধ্বতন ব্যবস্থাপক আনিছুর রহমান, ব্যবস্থাপক রাকিবুল হাসান, বিশ্ববিদ্যালয় রাইটার্স ফোরামের সভাপতি মারুফ তারেক, লেখক নিশীথ রচনা, সোহান সরকার ও বিপণন ব্যবস্থাপক হাসনাত মোবারক, তাসনিম আহমেদ, রুপম কুমার দেব, নীলয় সাহা প্রমুখ।
Advertisement
এসইউ/আরআইপি