দেশজুড়ে

রাঙামাটিতে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর করতে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে রাঙামাটি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। রোববার বেলা ১১টায় চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাব থেকে একটি মিছিল জেলা পরিষদ চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদ রাঙামাটি জেলার সভাপতি মো. নাদিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোমিনুল ইসলাম, রুহুল কুদ্দুছ, ইউসুফ নবী, কাজী মইনুল হোসেন, ইন্দ্রদত্ত তালুকদার, মঈনুল হক, সাধারণ সম্পাদক মাবুদুল হক, উপদেষ্টা আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের ইউনিট সভাপতি সিরাজুল হক প্রমুখ।সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর করে তাদের ন্যায় সঙ্গত ৫ দফা প্রস্তাব বাস্তবায়নের দাবি জানানো হয়।দাবিগুলো হচ্ছে, পুলিশের ন্যায় মানসম্মত রেশন প্রদান, বাড়িভাড়া, চিকিৎসা, সন্তানদের শিক্ষা, টিফিন, ঝুঁকি, পাহাড়ি ও দুর্যোগ এবং সাজপোশাক ভাতা বেতনের সঙ্গে দেয়াসহ অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, পদবি পরিবর্তন ও সচিবালয়ের মতো সারাদেশের কর্মচারীদের আর্থিক ও প্রশাসনিক বৈষম্যের অবসান এবং প্রজাতন্ত্রের কর্মে আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল করা।সুশীল চাকমা/এসএস/আরআইপি

Advertisement