আন্তর্জাতিক

ভারতে বন্যায় নিহত ৮৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বন্যায় বিরল প্রজাতির এক শিংওয়ালা তিনটি গণ্ডারের মৃত্যু হয়েছে। 

Advertisement

গেল দু’সপ্তাহে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মনিপুরে প্রবল বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া পাহাড়ি এসব এলাকায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। আল-জাজিরা। 

কর্মকর্তারা বলছেন, সব মিলিয়ে ২০ লাখের বেশি লোককে ঘর-বাড়ি ছাড়তে হয়েছে। 

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল রয়টার্সকে বলেছেন, আসামের অবস্থায় সবচেয়ে খারাপ। সেখানে ৫৩ জনের মৃত্যু হয়েছে। 

Advertisement

উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জুর নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের একটি দল বন্যা দুর্গত এলাকায় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ার কারণে আসামের কাজিরঙ্গ বন্যপ্রাণী অভয়ারণ্যের অনেক প্রাণী নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্য এলাকার বাইরে চলে আসছে।      

কাজীরঙ্গ ন্যাশনাল পার্ক ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 

Advertisement

এনএফ/এমএস