খেলাধুলা

ইতিহাস গড়লেন অ্যান্ডারসন

বয়স ৩৪ বছর। এখনও ইংল্যান্ডের পেস আক্রমণের প্রধান ভরসা তিনি। প্রতিপক্ষ শিবিরের ত্রাস। বল হাতে ঝড় তুলতে পারদর্শী। অসাধারণ বোলিং নৈপুণ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়লেন অ্যান্ডারসন। প্রথম ইংলিশ বোলার হিসেবে ঘরের মাঠে ৩০০ টেস্ট উইকেট নেয়ার অনন্য এক কীর্তি গড়লেন তিনি।

এই টেস্ট খেলতে নামার আগে ঘরের মাঠে ২৯৯টি টেস্ট উইকেট লাভ করেছিলেন অ্যান্ডারসন। প্রোটিয়া ওপেনার ডিন এলগারকে লিয়াম ডাউসনের তালুবন্দী করিয়ে নতুন এই মাইলফলক স্পর্শ করেন ইংলিশ এই পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচের আগে ১২৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। পকেটে পুরেছেন ৪৭০টি উইকেট। ডিন এলগারের উইকেটসহ তার শিকারের সংখ্যা দাঁড়াল ৪৭১টি। ২০০৩ সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার।

Advertisement

এনইউ/এমএস