দেশজুড়ে

শরীয়তপুরে ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

শরীয়তপুরে ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে শরীয়তপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক রাম চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্ভোধন করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভিখারুদ্দৌলা চৌধুরীরর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান ও শরীয়তপুরের পৌর মেয়র আব্দুর রব মুন্সী। এছাড়া সেমিনারে জেলার ৬৫টি ইউনিয়নের ১৬৫ জন সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, জেলার ৬ টি উপজেলার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৬৫ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি ভূমি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  সেমিনারে ডিজিটাল কম্পিউার পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়। ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থপনা পদ্ধতির ফলে ভূমি সংক্রান্ত মামলা ৩ মাসের মধ্যে নিস্পত্তি সম্ভব বলে জানান বক্তারা।  মো. ছগির হোসেন/এসএস/এমএস

Advertisement