দেশজুড়ে

ঈশ্বরদীতে শোয়ার ঘরে মিলল ২ শতাধিক গোখরা

পাবনার ঈশ্বরদী উপজেলার মূলাডুলি ইউনিয়নের দুবলাচরা গ্রাম থেকে দুটি বড়সহ দুই শতাধিক জীবিত গোখরা সাপ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ওই গ্রামের আমান মিয়ার বাড়ির শোয়ার ঘরের একটি গর্ত থেকে সাপগুলো বের করা হয়। 

Advertisement

এসব সাপ দেখতে গ্রামের বহু মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। সাপগুলো প্রথমে দেখার পরেই স্থানীয় সাপুড়েকে ডেকে উদ্ধার করা হয়। 

সাপুড়ে সানোয়ার হোসেন জাগো নিউজকে জানান, বড় সাপ হলে যারা খেলায় তারা কিনে নেয়। তবে ছোটগুলো কোনো কাজে লাগে না। এগুলো আমরা মেরে পুঁতে ফেলি।

ওই এলাকার কৃষক মুরাদ মালিথা জানান, একটি বসতবাড়িতে এভাবে প্রচুর সাপ উদ্ধার হওয়ায় মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। অনেকে বাড়িতে থাকতেও এখন ভয় পাচ্ছে।

Advertisement

এদিকে এই অঞ্চলে বন্যা না হলেও বৃষ্টিতে ডোবা-নালা ভরে যাওয়ায় সাপের আনাগোনা বেড়েছে বলে ধারণা গ্রামের প্রবীণদের।  

মূলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা জানান, সাপের ভীতি দূর করতে সরকারিভাবে কার্বলিক অ্যাসিড সরবরাহ করতে পারলে ভালো হত। 

সম্প্রতি রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গোখরা সাপ ধরা পড়েছে। সাপগুলো ধরার পর পিটিয়ে মেরে ফেলছেন স্থানীয়রা। 

আলাউদ্দিন আহমেদ/আরএআর/পিআর

Advertisement