আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

 

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশেপাশের শতাধিক বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় ঢেকে গেছে পুরো শহর। আগুনের তীব্রতার কারণে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ছাই আর ধোঁয়া ছড়িয়ে পড়ছে। খবর বিবিসির।  

Advertisement

বৃহস্পতিবার লাগা আগুনের কারণে এখন পর্যন্ত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও আটজনকে শ্বাসকষ্টের কারণে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অব্যবহৃত ও ফেলনা জিনিস থেকে পুনরায় পণ্য উৎপাদন করা হয় এমন একটি কারখানায় বৃহস্পতিবার আগুনের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে কারখানার আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর আরও দু’দিন সময় লাগতে পারে। 

মেট্রোপলিটন ফায়ার ব্রিগেডের কমান্ডার ব্রেনডেন অ্যাঙ্গুইন জানান, কারখানার ভেতরে কয়েক হাজার টন প্লাস্টিক, কার্ডবোর্ড ও কাগজ থাকায় আগুন আরও দাউ দাউ করে জ্বলছে। 

Advertisement

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণ করা একেবারে কঠিন হয়ে পড়ছে। তারপরেও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর সদস্যরা। 

কেএ/টিটিএন/পিআর