জাতীয়

দায়িত্ব নিয়ে কথা বলবেন : আইনজীবীদের আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘ফরহাদ মজহার আইনি সহায়তা পাননি বলে আইনজীবীরা যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক। আশা করি, ভবিষ্যতে তারা দায়িত্ব নিয়ে কথা বলবেন। 

Advertisement

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

আইজিপি বলেন, আইনজীবীরা অভিযোগ করছেন ফরহাদ মজহারকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি। তবে তাদের এটা বোঝা উচিত ছিল যে ফরহাদ মজহারের কথিত অপহরণের ঘটনায় যে মামলা হয়েছে সেটির বাদী তার স্ত্রী। তাই তার স্ত্রী আইনজীবীদের সঙ্গে কথা বলবেন। ফরহাদ মজহার তো ভিকটিম। ভিকটিমের পক্ষে রাষ্ট্র এবং পুলিশ আছে। আইনের লোকদের আইনের বিষয়ে এ ধরনের কথা বলা দুঃখজনক।

সংবাদ সম্মেলনে আইজিপি আরও বলেন, ‘কথিত অপহরণ হওয়া ফরহাদ মজহার সুপরিচিত, অনেকের কাছে বিশিষ্ট ব্যক্তি। তার এ ঘটনা নিয়ে অনেকে বলেছে এটা সরকারের কাজ, প্রধানমন্ত্রী এসব জানেন। অনেকে বলেছে এটা প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার কাজ। নানাজন নানা জায়গায় প্রশ্ন তুলেছে, লন্ডনে এটা নিয়ে মানববন্ধন হয়েছে। কিন্তু পুলিশের তদন্তে এ পর্যন্ত যা পাওয়া গেছে তাতে এটি অপহরণ নয়, তিনি স্বেচ্ছায় ঢাকা ছেড়েছেন বলে ক্লিয়ার হয়েছে।’

Advertisement

এআর/জেডএ/জেআইএম