প্রবাস

সৌদিতে অগ্নিকাণ্ড : নিহতদের তালিকায় নেই বাংলাদেশি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।  বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মুহাম্মদ আমিনুল ইসলাম।

Advertisement

বুধবার সৌদিতে অগ্নিকাণ্ডের পর পরই আরব নিউজের খবরে সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানানো হয়েছিল, নাজরান শহরের দক্ষিণাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়েছে। নিহতরা ভারত এবং বাংলাদেশের নাগরিক।

সিভিল ডিফেন্সের এক টুইট বার্তায় জানানো হয়, নাজরান শহরে দমকল বাহিনীর সদস্যরা জানালাবিহীন একটি ঘরের আগুন নিভিয়েছে। ওই ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না। ফলে অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে ১১ জন নিহত হন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র ক্যাপ্টেন আব্দুল্লাহ আল-ফারিকে উদ্ধৃত করে সৌদি গেজেটের খবরে বলা হয়, ‘দমকল কর্মীরা জানালাবিহীন ওই বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে শ্বাসরোধে ১১ জন প্রাণ হারান। শ্রমিকরা ফয়সালিয়া বিভাগের স্বর্ণের বাজারের কাছাকাছি একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন।’ ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

এমআরএম/আরআইপি