আইন-আদালত

তাভেলা হত্যা : সাক্ষ্যগ্রহণ ২৬ জুলাই

ঢাকার গুলশানে গুলিতে নিহত ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

Advertisement

বৃহস্পতিবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী অসুস্থ থাকায় সময়ের আবেদন দাখিল করেন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ধার্য করেন।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে ইতালির নাগরিক তাভেলা সিজার নিহত হন। পরে ২০১৬ সালের ২২ জুন বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।

আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙারি সোহেল ও শাখাওয়াত হোসেন।

Advertisement

আসামিদের মধ্যে কাইয়ুম ও সোহেল পলাতক। অন্য পাঁচ আসামি কারাগারে রয়েছেন।

জেএ/জেডএ/জেআইএম