মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারো সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। রোববার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, পাবনা জেলা সদরের রামচন্দ্রপুর গ্রামের ট্রাক চালক শফি মিয়া (৫২), বগুড়া জেলার ধুনট উপজেলা সদরের দুদু মিয়া (৪৮) এবং তার শিশু সন্তান হৃদয় (০৯)।এর আগে শনিবার দুপুরে একই স্থানে ২টি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হন।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জাগো নিউজকে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সয়াবিন তেলের ড্রাম বোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে মেরামতের জন্য দাঁড়ানো ছিল। এসময় একই দিক থেকে আসা অপর একটি অক্সিজেনের সিলিন্ডার বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিলিন্ডার বোঝাই ট্রাকের চালক ও কেবিনে থাকা অপর ৪ যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।চালকসহ আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেবার পথে তারা মারা যান। অপর ২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি জব্দ করেছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।বাদল ভৌমিক/এমজেড/এসএস/পিআর
Advertisement