তথ্যপ্রযুক্তি

যুবকদের স্বপ্ন পূরণে কর্মশালা

যুবকদের স্বপ্ন পূরণের লক্ষ্যে লিডারশিপ অ্যান্ড ইনোভেশন কার্নিভাল (ইপি-০১) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। ইয়ুথ কার্নিভালের (ওয়াইসি) আয়োজনে লিডারশিপ অ্যান্ড এমপাওয়ারমেন্ট এবং বাংলাদেশ সায়েন্স সোসাইটির সহযোগিতায় ১৬ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইএমকে সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Advertisement

কর্মশালায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, বিগ ডাটা বা ডাটা অ্যানালাইসিস, ক্লাউড কম্পিউটিং, লিডারশীপ, এন্ট্রাপ্রেনিউরশিপ এবং মোটিভেশন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

সব আইসিটি জায়ান্ট কোন ফিল্ডকে গুরুত্ব দিচ্ছে? কোন সেক্টরে সবচেয়ে বেশি রিসার্চ এবং ডেভেলপমেন্ট হচ্ছে? কোন সেক্টরে আইসিটি জায়ান্ট বেশি ইনভেস্ট করছে? কোন সেক্টরে বেশি স্কলারশিপ পাওয়া যাবে, ফান্ড সমস্যা হবে না। কোন সেক্টরে জব সাস্টেইনেবল হবে? এসব বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় কিনোট স্পিকার হিসেবে শাহিনুর আলম জনি, বদরুল জুয়েল, আব্দুল্লাহ আল মাহমুদ, সুমন সাহা উপস্থিত থাকবেন।

Advertisement

এসইউ/জেআইএম