প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে (২০০৯ থেকে ২০১৭ সালের ১৫ জুন পর্যন্ত) মোট ৪৬ লাখ ৭৯ হাজার ২২৯ কর্মী বিদেশে গেছেন।
Advertisement
বুধবার জাতীয় সংসদে আয়েন উদ্দিনের (রাজশাহী-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতকে থ্রাস্ট সেক্টর (অগ্রাধিকারপ্রাপ্ত খাত) হিসেবে ঘোষণা করেছি। এ খাতের গুরুত্ব বিবেচনায় বিদ্যমান শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার সৃষ্টিতে জোর দিয়েছি।
বিগত জোট সরকারের আমলে যেখানে বিশ্বের মাত্র ৯৭ দেশে কর্মী পাঠানো হতো, সেখানে নতুন আরও ৬৫ দেশে কর্মী পাঠানোসহ বর্তমানে এই সংখ্যা ১৬২ তে উন্নীত হয়েছে। নতুন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকার শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে। এ সময় প্রধানমন্ত্রী শ্রমবাজার সম্প্রসারণের বিস্তারিত তুলে ধরেন।
Advertisement
শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে বাণিজ্য সস্প্রসারণের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতসহ ৪৫টি দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। মু্ক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে পলিসি গাইডলাইন ফর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ২০১০ প্রণয়ন করেছে। এ সময় বাণিজ্য বৃদ্ধির জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এইচএস/এএইচ/আরআইপি
Advertisement