মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে চম্পা খাতুন (২৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
Advertisement
বুধবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তার দেবর তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা তেরাইল গ্রামের জহির উদ্দীন শাহ।
নিহত চম্পা খাতুন জোড়পুকুরিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহীন উদ্দীনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিশুপুত্র নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন চম্পা খাতুন। তার ছোট দেবর রাহেন উদ্দীনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। সকালে বাড়ির লোকজন তার শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেন।
Advertisement
পরে নিহতের বাবার পরিবার ঘটনাস্থলে গিয়ে নিহতের গলায় ফাঁস দেয়ার দাগ দেখতে পান। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল মরদেহ হেফাজতে নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক দেবর রাহেন উদ্দীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আসিফ ইকবাল/এফএ/আরআইপি
Advertisement