মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের অপসারণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী মোল্লার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছে।
Advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এই ঘটনায় মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুদ্ধরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে আফম বাহাউদ্দিন নাছিম পন্থি জেলা যুবলীগ ও ছাত্রলীগের একাংশের উদ্যোগে সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের অপসারণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী মোল্লার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শহরের ইটেরপুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন শেষে সমাবেশে করে নেতা-কর্মীরা। এতে অতর্কিত হামলা চালায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান পন্থি যুবলীগ ও ছাত্রলীগের অপর এক একাংশ। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত দু’গ্রুপের অন্তত ১০ জন আহত হয়।
Advertisement
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী থেমে থেমে সংঘর্ষে ইটেরপোল, জজ কোর্ট চত্বর, নতুন শহর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, হামলার ঘটনায় আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাসিরুল হক/এফএ/আরআইপি
Advertisement