বিনোদন

আমার ছবি না চালিয়ে চলচ্চিত্রের উন্নতি হলে হোক : রিয়াজ

চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ জানান, এখন থেকে আর চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি রিয়াজের কোনো ছবি চালাবে না হল মালিকরা। রিয়াজের সঙ্গে বয়কটের এই তালিকায় আরও আছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। আজ ১১ জুলাই দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় এ সিদ্বান্ত নেয়া হয়।

Advertisement

এই বিষয়ে জাগো নিউজ মুখোমুখি হয় চিত্রনায়ক রিয়াজের। আপনাকে তো বয়কট করা হয়েছে চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির পক্ষ থেকে। শুনেছেন? প্রশ্ন শুনেই হাসলেন রিয়াজ। বললেন, ‘এতো গরম খবর। না শুনে উপায় আছে বলুন। আমি শুনেছি প্রদর্শক সমিতি থেকে আমাকে বয়কট করার ঘোষণা দেয়া হয়েছে। এবং আমার ছবি তারা সিনেমা হলে চালাবে না। আমার ছবি না চালিয়ে তারা সুখে থাকবেন এমনটি যদি ভেবে থাকেন তবে আমি চাই তাদের সেই সুখ যেন নষ্ট না হয়। একজন নায়ক রিয়াজের ছবি না চালালে যদি প্রদর্শক ও পরিবেশক সমিতি ভালো থাকে এবং হল বাঁচে তবে আমার আফসোসের কী আছে। চলচ্চিত্রের উন্নতি হলে হোক। আমি তো ইন্ডাস্ট্রি ভালো থাকবে বলেই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেমেছি।’

‘নারীর মন’ খ্যাত এ নায়ক বলেন, ‘আমি চাইব দেশীয় চলচ্চিত্রের স্বার্থে তারা যৌথ প্রতারণার ছবি, ভিনদেশি ও অশ্লীল কোনো ছবি চালাবেন না। এটা আমার অনুরোধ থাকল।’ রিয়াজ আরও বলেন, ‘একজন বা দুইজন-চারজনের চেয়ে ইন্ডাস্ট্রি বড়। আমাকে বা আমাদের কয়েকজনকে বয়কট করে তারা যদি সিনেমার সুদিন ফেরাতে পারেন তবে কষ্ট পাওয়ার কিছু নেই।’

রিয়াজের দাবি, ‘যেসব অপরাধ তারা আমাদের ওপর চাপাচ্ছেন সেগুলোর জন্য কিছু বলব। দেখুন, আমি জানি আমি কেমন। আমার কোটি কোটি ভক্ত ও দেশের মানুষ জানে রিয়াজ কেমন। তারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন। কাউকে হামলা করেছি আমি এই কথা একটু বেশিই মিথ্যা হয়ে গেল।’

Advertisement

সবার শুভ বুদ্ধির উদয় হোক।

এনই/এলএ/এমএস