আইন-আদালত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতি আদালত অবমাননার রুল

 

আদালতের নির্দেশনার পরেও শিক্ষকের বেতন না দেয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত এক রিটের শুনানি করে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

Advertisement

জারি করা রুলে আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় কেন অবমাননার অভিযোগে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী এবং তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রভাষক হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতাদি না দেয়ায় ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন তিনি। ওই রিটের শুনানি নিয়ে আদালত হাফিজুর রহমানকে বেতন-ভাতা দেয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ সত্ত্বেও নির্দেশনা অনুযায়ী বেতন-ভাতা না দেয়ায় গত ৪ জুন আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন রিটকারী হাফিজুর রহমান।

Advertisement

এফএইচ/আরএস/জেআইএম