নগর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাঝে ধারণা ও মতামত বিনিময়ের লক্ষ্যে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার শুরু হচ্ছে আরবান হেলথ (আইসিইউএইচ ২০১৫) ১২তম আন্তর্জাতিক সম্মেলন।জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী এই সম্মেলন উদ্বোধন করবেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নগর স্বাস্থ্য বিষয় আইসিইউএইচ-২০১৫ হবে প্রথম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডায় নগর স্বাস্থ্যের অগ্রাধিকারগুলো অন্তর্ভুক্তির বিষয় গুরুত্ব আরোপ করা হবে।এই সম্মেলনে বিশ্বের ৬০টির বেশি দেশের বিজ্ঞানী, প্র্যাকটিশনারস, নীতি-নির্ধারক ও কমিউনিটি অর্গানাইজেশনের প্রতিনিধি অংশ নেবেন। তারা ধারণা ও নতুন গবেষণা ও কার্যক্রম বিনিময় করবে। তারা শহর অঞ্চলে আর্থ-সামাজিক বাধাসমূহ অপসারণ করবে।সেমিনারে মোট ৬টি পুর্ণাঙ্গ অধিবেশন, ৩২টি ব্রেকআউট অধিবেশন অনুষ্ঠিত হবে।একে/পিআর
Advertisement