চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর ভারতীয় ক্রিকেটে আরেকটি দুঃসংবাদ জমা পড়ে। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান অনিল কুম্বলে। কিংবদন্তী এই ক্রিকেটার সরে যাওয়ার নেপথ্যের ভূমিকায় রেখেছিলেন বিরাট কোহলিকে!
Advertisement
এতে দেশটির সাবেক ক্রিকেটাররা এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, নতুন কোচ নিয়োগে কোহলির মত থাকছে না! এমন ইঙ্গিতই মিলেছিল ভারতীয় মিডিয়ার। বিশেষ করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ে ভারতীয় বোর্ডের গঠন করা ক্রিকেট পরামর্শক কমিটির (সিএসি) পক্ষ থেকে।
সেই অবস্থান থেকে সরে এসেছে এই কমিটি। নতুন কোচ নিয়োগে কোহলির মত লাগবে, এমনটাই জানিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘আমেরিকা থেকে বিরাট ফিরলে তার সঙ্গে আরও আলোচনা করে তারপরই কোচ বেছে নেয়া হবে।’
আজ সন্ধ্যায় ভারতের নতুন কোচের নাম ঘোষণা করার কথা ছিল। বোর্ড অফিসে এ নিয়ে বৈঠক হয়েছে। সভা শেষে কোচের নাম আর ঘোষণা করা হয়নি। পরামর্শক কমিটি অপেক্ষা করছে কোহলির মতামত নেয়ার জন্য। ভারত অধিনায়ক দেশে ফিরলে নতুন কোচের নাম ঘোষণা হবে।
Advertisement
এনইউ/পিআর