খেলাধুলা

সাকিবের নতুন রেস্টুরেন্ট ও কনভেনশন হল উদ্বোধন মঙ্গলবার

চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিব আল হাসানের নতুন রেস্টুরেন্ট ‘সাকিব ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হলের’ আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল (মঙ্গলবার) দুপুরে।

Advertisement

মঙ্গলবার সকালের প্র্যাকটিস সেশন শেষে লাঞ্চ বিরতিতে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা সবাই মিলে যাবেন মিরপুর হজরত শাহ আলী মাজার রোডের ওই রেস্তোরাঁয়। জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতেই শুরু হবে এর পথচলা।

প্রসঙ্গত, মাস তিনেক আগে ওই রেস্টুরেন্টের ফলক উন্মোচিত হয়েছিল। তাহলে মঙ্গলবার কি? সাকিবের অন্যতম পার্টনার ইমরুল কায়েস জাগো নিউজকে জানান, ‘আসলে আমরা কয়েক মাস আগে একটা ছোটখাটো আয়োজনে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব সেরেছি। তবে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু ১১ জুলাই দুপুর থেকে।’

ইমরুল আরও জানান, “শেরেবাংলায় মঙ্গলবার সকালের প্র্যাকটিস সেশন শেষে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে থাকা সব ক্রিকেটার বেলা ১টার দিকে আমাদের রেস্টুরেন্ট ‘সাকিব ৭৫ রেস্টুরেন্ট ও কনভেনশন হলে’ গিয়ে জমায়েত হবে। সেখানে আমরা সবাই লাঞ্চ করব। এরই মধ্যে দিয়ে রেস্তোরাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।”

Advertisement

উল্লেখ্য, মিরপুর মাজার রোডে মুক্তিযোদ্ধা মার্কেটে গ্রামীণফোন সেন্টারে জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের যৌথ মালিকানার এ রেস্টুরেন্ট।

এআরবি/এনইউ/এমএস