আন্তর্জাতিক

নতুন লাদেনের সন্ধান!

ওসামা বিন লাদেন নিহত হওয়ার বছর চারেক পরে তার অ্যাবটাবাদের আস্তানা থেকে উদ্ধার হওয়া নথিপত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সেখানেই পাওয়া গেছে ওসামা বিন লাদেনের লেখা অনেক চিঠি, সংগঠনের কাগজপত্র ইত্যাদি। তা থেকেই উঠে আসছে- অনেক অজানা তথ্য। আর তাতে সরগরম হচ্ছে সংবাদমাধ্যম। সেখানে যেমন আছে ওসামার পরিবারের কথা, তেমনই আছে তার বই পড়তে ভালবাসার কথা। জানা গেছে, ফ্রান্সের ইতিহাস ও অর্থনীতি বিষয়ক নানান বই পড়েছেন লাদেন। পড়েছেন মার্কিন সাংবাদিক বব উড ওয়ার্ড ও নোয়াম চমস্কির লেখাও।নথি থেকে জানা যায়- ওসামা বিন লাদেনের চিন্তা ছিল সংগঠন নিয়েও। আল কায়েদার কাজকর্মে যেমন খুশি ছিলেন তিনি তেমনই সংগঠনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও ছিল তার। ২৬/১১-র হামলা তার ভাষায় ছিল ‘নায়কোচিত’, পুণের জার্মান বেকারি ছিল ‘চমৎকার’। আবার সেই সন্তুষ্ট মানুষটাই এক সময় চিন্তিত হয়েছিলেন দলের অন্তর্দ্বন্দ্বে। দলের উদ্দেশে বার্তাও দিয়েছিলেন, আমেরিকার মেরুদণ্ড ভাঙাটাই সংগঠনের প্রধান লক্ষ্য। আর তাতে পৌঁছনোর জন্য নিজেদের মধ্যে লড়াই করলে চলবে না। তার গন্তব্যস্থল ছিল ইরাক। এক সময় এ-ও বলেছিলেন, ‘আমাদের দলে পৃথক ভাবে একটা পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ দরকার।’আর ছিল সব চেয়ে প্রিয় পুত্রসন্তান হামজাকে নিজের যোগ্য উত্তরাধিকার হিসেবে তৈরি করার স্বপ্ন। অ্যাবটাবাদের বাড়ির নথি থেকে মেলা এ সমস্ত তথ্য থেকেই ওসামা বিন লাদেন সম্পর্কে নতুন নতুন অজানা তথ্য জানা যাচ্ছে প্রতিদিন। আর তাতেই সামনে আসছেন একজন অচেনা ওসামা বিন লাদেন। এসএইচএস/পিআর

Advertisement