অর্থনৈতিক উন্নয়নে পুরো বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে ভারত। দেশটি অর্থনীতিতে দ্রুত উন্নতি করছে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি নতুন সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে জানানো হয়েছে, অর্থনৈতিক উন্নয়নে চীনকে পেছনে ফেলে শীর্ষ স্থানে রয়েছে ভারত।
Advertisement
হার্ডার্ড ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে যেসব দেশ সব থেকে বেশি উন্নতি করবে সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে ভারত।
গাড়ি বাজার থেকে রাসায়নিক বা বৈদ্যুতিক সামগ্রী প্রায় সব ক্ষেত্রে ভারত যে ভাবে উন্নতি করছে, সে দিকে নজর রেখেই এই সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
যে সব দেশের অর্থনীতি মূলত তেলের ওপর নির্ভরশীল তাদের উন্নতির গ্রাফ এখন নিম্নমুখী বলে রিপোর্টে জানানো হয়েছে। উল্টোদিকে ভারত কোনও একটি নির্দিষ্ট ক্ষেত্রের উপর নির্ভরশীল না হওয়ায় এর আর্থিক উন্নতি সহজেই নজরে পড়ছে।
Advertisement
ভারত ছাডাও তুরস্ক, ইন্দোনেশিয়া, উগান্ডা এবং বুলগেরিয়াও খুব দ্রুত উন্নতি করছে বলে হার্ভার্ড ইউনিভার্সিটির রিপোর্টে প্রকাশিত হয়েছে।
টিটিএন/এমএস