অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আরও প্রায় দেড় মাস বাকি। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজকে সামনে রেখে আজ (সোমবার) থেকে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প।
Advertisement
অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ২৯ জনের প্রাথমিক দল আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ২৯ জনের মধ্যে প্রস্তুতি ক্যাম্পের শুরুর দিন উপস্থিত হয়েছেন ২২জন ক্রিকেটার।
বাকি সাতজনের মধ্যে তামিম ইকবাল গিয়েছেন ইংল্যান্ডে এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে। রুবেল হোসেন ইনজুরির কারণে ক্যাম্পে উপস্থিত হতে পারেননি। বাকি ৫ জন (লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, তানভির হায়দার, সাইফুদ্দিন, আবুল হাসান রাজু) রয়েছেন এইচপি ইউনিটের হয়ে অস্ট্রেলিয়া সফরে।
সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ফিটনেস কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করেন মুশফিক-সাকিবরা। এরপর ক্রিকেটাররা কিছুক্ষণ সময় কাটান জিমনেসিয়াম। মূলতঃ এ সময় ক্রিকেটারদের ফিটনেস লেভেল দেখেন কোচ ভিল্লাভারায়ন। এরপর বাকি সময়টা তারা কাটিয়েছেন ইনডোরে। মাঠেও কিছুক্ষণ ওয়ার্মআপ করেছেন ক্রিকেটাররা।
Advertisement
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে আসার পর ২২ দিনের ছুটি পেয়েছিলেন ক্রিকেটাররা। এই ২২ দিনের মধ্যে ছিল ঈদ-উল ফিতর। সব মিলিয়ে পরিবার এবং বিভিন্ন জায়গায় বেড়ানোর মাধ্যমে ছুটি কাটিয়েছেন ক্রিকেটাররা। ২২ দিনের বিশাল বিরতিতে ক্রিকেটারদের ফিটনেস সম্পূর্ণ ঠিক থাকার কথা নয়।
এ কারণেই প্রস্তুতি ক্যাম্পের শুরুতেই থাকছে ফিটনেস ট্রেনিং। মারিও ভিল্লাভারায়নের দায়িত্ব আগামী দুই সপ্তাহে ক্রিকেটারদের ফিটনেস ঠিক করা। এরপর ২৮ জুলাই থেকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে শুরু হবে ব্যাট-বলে ক্রিকেট অনুশীলন।
আইএইচএস/জেআইএম
Advertisement