খেলাধুলা

আগামী বিপিএলে চমক দেখাতে যাচ্ছে রংপুর রাইডার্স

এখনও চার মাস বাকি বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াতে। তবে, বিপিএলের ঢামাঢোল যেন এখনই বাজতে শুরু করে দিয়েছে। ফ্রাঞ্চাইজিগুলো কোমর বেধে মাঠে নেমেছে শক্তিশালী দল গঠন করার জন্য। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের এখনই দলভুক্ত করে নিজেদের গুছিয়ে নেয়ার কাজ শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় আগামী বিপিএলে চমক দেখাতে যাচ্ছে রংপুর রাইডার্স।

Advertisement

রংপুর রাইডার্সের পরিবর্তনটা শুরু হয়েছিল মালিকানা বদলের মাধ্যমে। রংপুরের মালিক এখন বসুন্ধরা গ্রুপ। কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে বিপিএলের বাজার গরম করতে প্রস্তুত ফ্রাঞ্চাইজি। ইতিমধ্যে মাঠেও নেমে পড়েছে তারা। দলকে শক্তিশালি ভিত এনে দেয়ার লক্ষ্যে এবার তারা চুক্তি করেছে সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডির সঙ্গে।

বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের কোচ ছিলেন জাভেদ ওমর বেলিম গুল্লু। এবার তাকে বাদ দিয়ে সানরাইজার্সকে আইপিএলের শিরোপা এনে দেয়া এবং সর্বশেস আসরে সেরা চারে তুলে আনার নায়ক টম মুডিকে দায়িত্ব দিয়েছে রংপুর রাইডার্সের নতুন কর্তৃপক্ষ। জানা গেছে, টম মুডির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রংপুরের ফ্রাঞ্চাইজিটি।

শুধু কোচ কেন, দেশি-বিদেশি তারকা ক্রিকেটারের সমাবেশ ঘটিয়ে চমক দিতে যাচ্ছে রংপুর রাইডার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে দেখা যাবে রংপুর রাইডার্সের দলে। থিসারা পেরেরাই নয়, সঙ্গে থাকছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার স্যামুয়েল বদ্রি এবং জনসন চার্লসও। ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারা খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

Advertisement

আরও বড় চমক নিয়ে আসার চেষ্টা করছে রংপুর। তাদের রাডারে এখন রয়েছেন আরেক ক্যারিবিয়ান, টি-টোয়েন্টির পোস্টার বয় ক্রিস গেইল। তাকে পাওয়ার বিষয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। আলোচনা সফল হলে হয়তো তাকেও দেখা যাবে রংপুর রাইডার্সের পতাকাতলে।

সঙ্গে ফ্রাঞ্চাইজিটি চেষ্টা চালাচ্ছে দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে নেয়ার। তার সঙ্গে প্রাথমিক কথা-বার্তা সেরে রেখেছে রংপুর। দেশি ক্রিকেটারদের মধ্যে আইকন হিসেবে হয়তো এবার রংপুরে দেখা যাবে নাসির হোসেনকে। নাসির গত আসরে খেলেছেন চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসকে।

দেশিদের মধ্যে রংপুর নিশ্চিত করেছে, তারা স্পিনার আরাফাত সানি, পেসার রুবেল হোসেনকে রেখে দিচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী আগের বছরের চারজনকে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। সে হিসেবে আরাফাত সানি এবং রুবেল হোসেনকে রেখে দেয়া নিশ্চিত করেছে রংপুর। সঙ্গে আরও দেশি তারকা ক্রিকেটারকে দিয়ে দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে রংপুর রাইডার্স।

আইএইচএস/জেআইএম

Advertisement