দেশজুড়ে

শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত

দক্ষিণাঞ্চলের ২১ জেলার অন্যতম যোগাযোগ মাধ্যম শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে নাব্য সঙ্কটের কারণে প্রতিনিয়ত ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

Advertisement

সোমবার সকাল ৬টায় নাব্য সঙ্কটের কারণে লৌহজং চ্যানেলে ফেরি আটকে গেলে এ রুটে ফেরি চলাচলে বিঘ্নতা দেখা দেয়।

মাওয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটুয়ারি জানান, ফেরি চ্যানেলটিতে ডুবোচরের কারণে নাব্য সঙ্কটের সৃষ্টি হয়েছে তবে ফরিদপুর বা কুমিল্লার মতো `কে` টাইপের ছোট ফেরিগুলো চলাচল করতে পারছে।

তিনি আরো জানান, সকালে বেশ কয়েকটি বড় ফেরি আটকে ছিল চ্যানেলটিতে। যা পরবর্তীতে স্ব স্ব গন্তব্যে ফিরে যায়। এখন ক্যামেলিয়া ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামের দুইটি ফেরি আটকে আছে যা অপসারণের চেষ্টা করা হচ্ছে।

Advertisement

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম