আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধবিরতি মানা হচ্ছে না

ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের মধ্যে বহুপ্রতীক্ষিত যুদ্ধবিরতি ঘোষণার মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানেই ফের গোলা হামলার ঘটনা ঘটেছে। এতে যুদ্ধবিরতির আয়ু নিয়ে সংশয় দেখা দিয়েছে।ইউক্রেন সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলে গোলা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এই মারিওপোলেই বিদ্রোহীদের কাছে গুরুত্বপূর্ণ রুট।চলতি বছরের এপ্রিলে রুশসমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চল দখলে নেয় এবং নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে। ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে এ পর্যন্ত দুই হাজার ৫৯৩ জন প্রাণ হারিয়েছে; এদের বেশিরভাগই সাধারণ নাগরিক।গত শুক্রবার পাঁচ মাসব্যাপী চলমান এই সঙ্কটের আপাত এক সমাধানে পৌঁছে দুই পক্ষই। রাশিয়ার উদ্যোগে ইউক্রেন সরকার ও দেশটির পূর্বাঞ্চলীয় রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সই হয় শুক্রবার।

Advertisement