গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে সুশীল চন্দ্র মহন্ত (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় হান্নান ওরফে বিপুল (২০) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ছোট দৌলতপুর গ্রামে শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সুশীল চন্দ্র ওই গ্রামের নারায়ন চন্দ্র মহন্তের ছেলে। গুরুতর আহত হান্নানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হান্নান একই গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ৭-৮ জনের একটি ভাড়াটে দুর্বৃত্ত চক্র হঠাৎ করে এখলাছ উদ্দিনের বাড়িতে হামলা চালান। বাড়িতে থাকা ও আশপাশের লোকজন ডাকাত ভেবে চিৎকার করতে থাকে। এসময় সুশীল চন্দ্র ও হান্নান দুর্বৃত্তদের বাধা দিলে ধারালো অস্ত্রের আঘাতে সুশীল চন্দ্র ঘটনাস্থলে মারা যান ও হান্নান গুরুতর আহত হন। নিহত সুশীলের পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের এখলাছ উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ লোকজনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ভাড়াটে দুর্বৃত্তরা রাতের আধারে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে থাকা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।অমিত দাশ/এমজেড/পিআর
Advertisement