সোমবার (আগামীকাল ১০ জুলাই) থেকে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। এই যে দুই সপ্তাহর ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে, তা চলবে ২৪ থেকে ২৫ জুলাই পর্যন্ত। এরপর পুরোদস্তুর ক্রিকেট অনুশীলন শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ঠিক একমাস আগে, ২৮ জুলাই থেকে।
Advertisement
এর দু`এক দিন আগেই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রসঙ্গতঃ যেহেতু গত তিন সপ্তাহ জাতীয় দলের কোন কর্মকাণ্ড ছিল না। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটারদের সাথে ঢাকা না এসে পাঁচ সপ্তাহের ছুটিতে ইংল্যান্ড থেকে সরাসরি অস্ট্রেলিয়া চলে যান হেড কোচ হাথুরুসিংহে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ রাতে জাগো নিউজকে জানিয়েছেন, `আগামী ২৬ জুলাই ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরবেন হাথুরু।` তবে তার ঢাকায় ফেরার দিনক্ষণ নিয়ে অন্যরকম তথ্যও মিলেছে।
আরেকটি পক্ষ জানিয়েছে, ২৬ নয় হাথুরু ঢাকা ফিরবেন ২৮ জুলাই। এদিকে সোমবার থেকে যে ফিটনেস ট্রেনিং শুরু হচ্ছে, তা পরিচালনায় থাকবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।
Advertisement
এআরবি/আইএইচএস/জেআইএম