খেলাধুলা

মুশফিকদের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু কাল

১৫ জুন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সাথে খেলাই শেষ। এরপর ১৭ জুন দেশে ফিরে পুরোপুরি বিশ্রামে টাইগাররা। মাঝে কেটে গেছে তিন সপ্তাহ (২২ দিন)। বিশ্রামের পালা এবার শেষ। আবার মাঠে ফেরার তাড়া।

Advertisement

ঘরের মাঠে ও দেশের বাইরে দু`দুটি সিরিজ। প্রথমে দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ। আগামী মাসের তৃতীয় সপ্তাহে (২৮ আগস্ট থেকে) অজিদের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

প্রথম টেস্ট হোম অব ক্রিকেট- শেরে বাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর।

এ দুই সিরিজের পূর্ব বা প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে আগামীকাল (সোমবার) থেকে। টানা অনুশীলন ও খেলার মধ্যে থাকার পর যেহেতু মাঝে কিছুদিন সবাই খেলার বাইরে। মাঠে ফেরার শুরুতে তাই ক্রিকেটারদের ফিজিক্যাল ট্রেনিং।

Advertisement

কাল থেকে দুই সপ্তাহের ফিটনেস ক্যাম্প। সোমবার সকাল ৯টায় বিসিবিতে ক্রিকেটারদের রিপোর্টিং। ১০ জুলাই থেকে টানা দুই সপ্তাহেরর ফিটনেস কাম্প শেষে শুরু হবে পুরো দস্তুর ক্রিকেট অনুশীলন।

আগেই জানা প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ২৯জন ক্রিকেটার। তাদের মধ্যে তামিম ছাড়া সবাই অংশ নেবেন প্রাথমিক ক্যাম্পে। তামিম ইংলিশ কাউন্টি খেলার জন্য এখন রয়েছেন ইংল্যান্ডে।

এআরবি/আইএইচএস/আরআইপি

Advertisement