আন্তর্জাতিক

৮ মাসের যুদ্ধ শেষে মসুল বিজয়ের ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে মসুলের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে পৌঁছেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। রোববার মসুল বিজয়ের ঘোষণা দিয়ে সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এর ফলে মসুলে আইএসের তিন বছরের শাসনের বিরুদ্ধে আট মাসের যুদ্ধের ইতি ঘটল দেশটির সামরিক বাহিনীর।

Advertisement

বার্তাসংস্থা রয়টার্স বলছে, দীর্ঘ লড়াইয়ে মসুলের বৃহৎ অংশ ধ্বংস হয়েছে। এতে নিহত হয়েছে কয়েক হাজার বেসামরিক নাগরিক। গৃহহীন হয়ে পড়েছে অন্তত ১০ লাখ ইরাকি।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধান (প্রধানমন্ত্রী) হায়দার আল-আবাদি মুক্ত মসুলে পৌঁছেছেন। মহান বিজয়ের জন্য বীর যোদ্ধা ও ইরাকি জনগণকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ইরাকে পুরনো এই শহরের সংকীর্ন রাস্তায় জঙ্গিদের মরদেহ পড়ে আছে। শহরটিতে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরাকি সামিরক বাহিনীর বিরুদ্ধে সর্বশেষ প্রতিরোধ গড়ে তুলেছিল আইএস।

Advertisement

মসুলে ‘মরণপণ যুদ্ধে’র আহ্বান জানিয়েছি মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী। তবে ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল রাষ্ট্রীয় টেলিভিশনে রোববার বলেন, সাঁতার কেটে টাইগ্রিস নদী পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় অন্তত ৩০ জঙ্গিকে হত্যা করা হয়েছে।

সূত্র : রয়টার্স।

এসআইএস/আরআইপি

Advertisement