দেশজুড়ে

দক্ষিণাঞ্চলে সব ধরনের বাস চলাচল বন্ধ হলো

চালকের বিরুদ্ধে ডাকাতির মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে মালিক শ্রমিক ঐক্য পরিষদ খুলনা বিভাগের সকল রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুধু দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হলেছিল। সোহাগ পরিবহনের আটক চালক ও হেলপারের মুক্তি না মেলায় বাস মালিক ও শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেন। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জাগো নিউজকে জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।তিনি জানান, সোমবার রাতে বেনাপোল থেকে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ফরিদপুরের মধুখালিতে ডাকাতের কবলে পড়ে। ডাকাতি করে ডাকাতরা নেমে যাওয়ার পর চালক আয়নাল হোসেন বাসটি নিয়ে থানায় হাজির হন। এসময় তিনি ডাকাতির বিষয়টি উল্লেখ করে মামলা নেয়ার অনুরোধ করেন। কিন্তু মুধখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চালককে মঙ্গলবার সকাল পর্যন্ত বসিয়ে রাখেন। এরপর চালক আয়নালকে আসামি করে ডাকাতির মামলা করে তাকেসহ, হেলপার ও চেকারকে আটক করা হয়। নিরপরাধ শ্রমিকদের ডাকাতির মামলায় আসামি করার প্রতিবাদে প্রথমে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। দাবি জানানো হয়েছিল বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে তাদের মুক্তি দিতে হবে। কিন্তু তাদের দাবি মানা হয়নি। এজন্য শুক্রবার সকাল থেকে খুলনা বিভাগের সকল রুটে সবধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এরপরো যদি আটক চালক ও হেলপারকে মুক্তি না দেয়া হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এদিকে, পরিবহণ ধর্মঘটের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সব ধরনের বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী। মিলন রহমান/এমজেড/এমএস

Advertisement