অর্থনীতি

এনসিসি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের সকল লক্ষ্যে আয়োজিত এনসিসি ব্যাংকের দুই দিনব্যাপি অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর ঢাকার একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Advertisement

সম্মেলনে ব্যাংকের দেশব্যাপি ১০৬টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস।

সম্মেলনে গত ছয় মাসের সার্বিক ব্যাংকিং কার্যক্রমের মূল্যায়ন এবং আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।

অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান এবং মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Advertisement

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান আবদুস সালাম আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করতে শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, দ্রুত ব্যাংকের পরিধি বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আরও আন্তরিকতা সহকারে সেবার মান অক্ষুন্ন রাখতে হবে এবং স্ব স্ব এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে। সম্মেলনে চলতি বছরে ব্যাংকের বিভিন্ন ব্যবসায়ীক কৌশল নিয়ে আলোচনা করা হয়।

এসআই/এএইচ/জেআইএম

Advertisement